ফরিদপুরের মধুখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষিতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম মন্ডলের পুত্র খোরশেদ মন্ডল (৩৫) ও তার স্ত্রী তানিয়া বেগম (৩০)।
মধুখালী থানা পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, খোরশেদ মন্ডল তার স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার পথে বিকাল চারটার দিকে পরীক্ষিতপুর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তারা মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব