মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের মোল্লাকান্দি গ্রামে রবিবার সকালে বড় ভাই তোতা বেপারীর (৩৫) মৃত্যুর শোকে একই দিন দুপুরে মারা গেছেন আপন ছোট ভাই উজ্জল বেপারী (২৫)। একই দিনে বড় ভাই ও ছোট ভাইয়ের মারা যাওয়ায় পরিবারে চলছে শোকের মাতম। এছাড়াও ওই গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লা কান্দি গ্রামের সোনা মিয়া বেপারীর ছেলে তোতা বেপারী রবিবার সকাল ১০টার দিকে অসুস্থজনিত কারণে মারা যান। মৃত্যুর পর বাড়িতে আত্মীয়-স্বজনদের কান্নাকাটির মধ্যে মৃত্যু ব্যক্তির দাফনের কাজ চলছিল। দুপুর ২টার দিকে জানাজার প্রস্ততি শেষ পর্যায়। এমন সময় ছোট ভাই উজ্জল বেপারী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। বাড়িতে আগত লোকজন কিছু বুঝে উঠার আগেই উজ্জল বেপারী মারা যায়। এ ঘটনা ওই গ্রামে ছড়িয়ে পড়লে শত শত লোক ওই বাড়িতে ভিড় করে।
আরও জানা যায়, তোতা বেপারী ও উজ্জল বেপারীর মধ্যে ছোটবেলা থেকেই অনেক মিল ছিল। তারা এক সাথে বন্ধুর মতো চলাফেরা করত। রবিবার সকালে তোতা বেপারী মারা গেলে ছোট ভাই উজ্জল বেপারী শোকে প্রায় পাগল হয়ে পড়ে। বড় ভাইয়ের মৃত্যু কিছুতেই সে মেনে নিতে পারেনি। পাগরের মতো প্রলাপ করতে থাকে। এক পর্যায় একই দিন দুপুরে বড় ভাইয়ে মৃত্যুর শোকে ছোট ভাই নিজেই ঢলে পড়ল মৃত্যুর কোলে।
আবু সাঈদ শেখ নামের একজন প্রতিবেশী জানান, ''সব সময় একই সাথে জুটি বেঁধে চলত ওরা দুইভাই। মরণেও ওরা জুটি বেধেঁ একই সাথে চলে গেল পরপারে।''
এদিকে একই দিনে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তাদের মা-বাবা। কেউ পারছে তাদের কান্না থামাতে। একই দিনে একই পরিবারের দুইজনকে হারিয়ে পরিবারটির মধ্যে এখন শোকের মাতম চলছে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব