ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরে নিহত হাসান শাহরিয়ার আকাশের বাবা বাদী হয়ে নয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে মামলার স্বার্থে আসামীদের নাম দিতে অনিচ্ছা প্রকাশ করেন হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া। তিনি জানান, আসামীদের নাম প্রকাশ হলে তারা আত্মগোপনে চলে যেতে পারে। ইতিমধ্যে এ ঘটনায় কয়েকজনকে আমরা শনাক্ত করেছি।
হালুয়াঘাট উপজেলার সাহাপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে সাহাপাড়ার হাসান শাহরিয়ার আকাশের বন্ধু এবং পূর্ব কাচারী পাড়ার অপর আকশের বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪ জনকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই সাহাপাড়ার কলেজ শিক্ষক মজিবুর রহমনের ছেলে কলেজের শিক্ষার্থী হাসান শাহরিয়ার আকাশ (২৪) এবং উত্তর খয়রাখুলি এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফ রব্বানী সৌরভ (২৩) নিহত হয়। এসময় আরও দু’জন আহত হয়।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব