সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। রবিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজার এলাকায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবী জানানো হয়।
মানববন্ধন চলাকালে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাবু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, ছাত্রলীগ নেতা শেখ কাজল, উপজেলা তাঁত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী শওকত, বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুকম রিপোর্টাস ক্লাবের সভাপতি আতাউ রহমান পিন্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জাফর লিটন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, আল-আমিন হোসেন, আবুল কাশেম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত বছরের ২ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আব্দুল হাকিমকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলাটি ১১ মাসেও বিচার কার্যক্রম শুরু না হওয়ায় সাংবাদিকদের মাঝে হতাশা নেমে এসেছে। বক্তারা আরও দাবী করেন, একটি কুচক্রীমহল সাংবাদিক শিমুল হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব