নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রবিবার জেলার সেনবাগ উপজেলা থেকে আন্তর্জাতিক অনলাইন জুয়াড়ী চক্রের ৪ সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে- নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের মৃত মনফার আলীর ছেলে লোকমান হোসেন (৪০), একই গ্রামের সুলতান মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪২), মজিবুল হকের ছেলে মমিনুল হক সুমন (২৮) ও মৃত নাজির মিয়ার ছেলে মামুন (৩১)। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবির ওসি আবুল খায়ের বলেন, আটককৃত জুয়াড়ীরা দীর্ঘদিন থেকে এক টাকায় ৭০ টাকা পাওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে স্থানীয় যুবক ও সাধারণ মানুষের কাছে অনলাইনের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের লটারী বিক্রি করে আসছিল। প্রতিদিন বিকেল ৫ টায় ভারতে এই লটারী ড্র হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার কানকির হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় লটারি বিক্রির টাকা, মোবাইল ও লটারির টিকেট জব্দ করা হয়। ডিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছেনা বলে ডিবির ওসি জানান।
বিডিপ্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান