সিরাজগঞ্জ-মুলীবাড়ী আঞ্চলিক বাইপাস সড়কের বাঐতারা বেইলী ব্রীজের কাছে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক এলজিইডির সার্ভেয়ার আব্দুর রশিদ (৫৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটর সাইকেল আরোহী একই বিভাগের মাষ্টাররোলে কর্মকর্ত রোলার ড্রাইভার রফিকুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। তাকে গুরুত্বর অবস্থায় বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সার্ভেয়ার আব্দুর রশিদ সদর উপজেলার খোকশা বাড়ী ইউনিয়নের ব্রাহ্মন বয়ড়া গ্রামের মৃত মৌলভী আফসার আলীর ছেলে।
এলজিইডির উচ্চমান সহকারী ফিরোজ আহমেদ জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে সার্ভেয়ার আব্দুর রশিদ রোলার ড্রাইভার রফিকুলকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে সয়দাবাদ ইউনিয়নের একটি প্রকল্প কাজ পরিদর্শন করতে রওনা হন। মোটর সাইকেলটি নিয়ে বাঐতারার বেইলী ব্রীজের কাছে পৌছলে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুইজনই ব্রীজের নিচে পাথরের উপর পড়ে যায়। গুরুত্বর অবস্থায় হাসপাতালে নেয়ার সময় আব্দুর রশিদ মারা যায়। উন্নত চিকিৎসার জন্য রফিকুলকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান