১১ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলে ৯ম দিনের মতো ধর্মঘট পালন করেছে শ্রমিকরা।
রবিবার মিল গেটে বিক্ষোভ ও নোঙ্গরখানা খুলে খিচুড়ি খেয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
এদিকে ঢাকায় বিজেএমসি’র কর্মচারী সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের বৈঠকে কোন সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে।
সোমবার বেলা ১১টায় একই স্থানে আবার বৈঠক শুরু হবে। বৈঠকে খুলনা, চট্টগ্রাম ও ঢাকার ২০টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
খুলনা-যশোর পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানান, ১১ দফা দাবিতে শ্রমিকরা পাটকলে টানা কর্মবিরতি পালন করলেও সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে সিবিএ-নন সিবিএ পরিষদের বৈঠকের পর রাজপথ-রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ধর্মঘটের কারনে গত ২৮ ডিসেম্বর থেকে খুলনা-যশোর অঞ্চলের ৮টি রাষ্টায়ত্ব পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান