ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে টিএমএসএস নামের একটি বেসরকারি সংগঠন।
রবিবার সকালে সদর উপজেলার শিবগঞ্জে আশপাশে চারটি ইউনিয়নের সহশ্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর সভাপতিত্বে সদর থানার কর্মকর্তা বাবুল কুমার রায়, ঠাকুরগাঁওয়ের সাবেক সার্কেল এসপি ও টিএমএসএস এর উপদেষ্টা বরদাহান মিয়া, জোন প্রধান গোলাম মোস্তফা, শাখা প্রধান সোহেল হোসেন, অঞ্চল প্রধান শামসুজ্জামান, ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
শীত বস্ত্র বিতরণের সময় বক্তারা বলেন, বর্তমানে ঠাকুরগাঁওয়ে প্রচন্ড শীত চলমান রয়েছে। এই শীতে সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি দরিদ্রমানুষের শীত নিবারনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিডিপ্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান