কক্সবাজরের টেকনাফে তিনটি ভাড়া বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৫টায় টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার মো. আব্দুল্লাহর মালিকানাধীন বাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ভাড়াবাসার মূল্যবান আসবাবপত্র, কাপড়-চোপড়, টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।
ভাড়াটিয়ারা জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুনের লেলিহান শিখায় সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় আহত হয়নি বলেও তারা জানান।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব