সিলেটের টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তানিম খান (২৫) খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আওয়ামী লীগের রনজিত গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।
এর আগে রবিবার রাতে সিলেটের টিলাগড় পয়েন্ট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগকর্মী তানিম খান (২৫) খুন হয়েছেন। নিহত ছাত্রলীগকর্মী তানিম সিলেট সরকারি কলেজের ছাত্র ও টিলাগড় এলাকার ছাত্রলীগকর্মী। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা এলাকার ইসরাইল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিলাগড় এমসি কলেজে আওয়ামী লীগ নেতা আজাদ-রঞ্জিত গ্রুপের দ্বন্দ্বে জের ধরে খুনের এ ঘটনা ঘটেছে। এদিকে, হত্যাকাণ্ডের পর রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের রঞ্জিত গ্রুপের অনুসারী ছাত্রলীগ। এসময় তারা তানিমের খুনিদের গ্রেফতারের দাবি জানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার