নাটোরের কান্দিভিটায় সদর হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে স্বামী-স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটকরা হলেন, ওই এলাকার আলাল উদ্দিনের ছেলে মিলন (৩২), তার স্ত্রী রুপালী বেগম (৩০) ও গোপালের ছেলে শান্ত (১৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আলমঙ্গীর পাশা রাতে জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার