গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দশ জন আহত হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট জেলার রায়েন্দাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলেই বনফুল পরিবহনের চালক শেখ শাহিনসহ দুইজন নিহত ও দশ যাত্রী আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল