শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে সারাদেশ। প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় বেশ জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। এতে করে তীব্র ঠাণ্ডায় কুড়িগ্রামেই মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে জেলার রাজারহাট উপজেলায় মারা গেছেন ৩ জন। মৃতদের মধ্যে গত শুক্রবার সকালে নয়ন মনি ও বৃহস্পতিবার মীম সদর হাসপাতালে মারা যান। বাকি চারজনের মধ্যে তিনজনকে রাত ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে। আর সর্বশেষ রবিবার বিকেলে হাসপাতালে ঠাণ্ডায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, টানা শৈত্যপ্রবাহে আজ সোমবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা এত বেশি যে মানুষ কাজের জন্য সকালে ঘর থেকে বের হতে পারছে না। আর গরম কাপড়ের অভাবে সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব