লক্ষ্মীপুর সরকারি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তারেক, ইমন ও জুবায়েরসহ পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হন। সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, কলেজের মূল ফটকে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র-শস্ত্র হাতে নিয়ে সংঘর্ষ লিপ্ত হয় উভয়পক্ষ। এতে ছাত্রলীগের ৫ কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই, এর আগেই তারা পালিয়ে যায়। তবে ঘটনার কারণ জানাতে না পারলেও বিশৃঙ্খলাকারীরা বহিরাগত দাবি করে এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করার কথা জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৭/হিমেল