নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও মিউনিসিপাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র সাবেক মহাসচিব , সিংড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আল রাজি (৪৮) এর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিংড়া কোর্টমাঠে জানাযা শেষে তাকে সিংড়া দমদমা আল জামেয়াতুল মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে কালো ব্যাচ ধারন করে ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা বিএনপি।
মরহুমের জানাযায় অংশ গ্রহন করেন, রাজশাহীর সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালুজ্জামান, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি এড. মজিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম আমান উল্লাহ, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্ম পরিষদ সদস্য সাদরুল উল্লাহসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ, রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রবিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। এর আগে শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর