খুলনায় পলিথিন বিরোধী অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমান আদালতে পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন এই সাজা প্রদান করেন।
সোমবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ পলিথিক উৎপাদনের দায়ে এম কে জামান প্লাস্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন ব্যবহারের জন্য একই এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. ফারুককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় আরো কয়েকটি প্রতিষ্ঠানতে সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর