নাটোরের নলডাঙ্গায় চোরাই ২১২ বস্তা চালসহ দু'জনকে আটক করেছে পুলিশ। উপজেলার পীরগাছা বাজারে দিনাজপুর থেকে আনা সরকুতিয়া গ্রামের ইকবাল হোসেনের ট্রাক থেকে চাউলের বস্তাগুলো নামানোর সময় আটক করা হয়। রবিবার রাতে ট্রাকটি জব্দ করলেও সোমবার সকালে ট্রাক নিয়ে চালক ইকবাল হোসেন পালিয়ে যায়।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পীরগাছা বাজারে সরকুতিয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইকবাল হোসেন রবিবার তার নিজের ট্রাকযোগে দিনাজপুর এক মোকাম থেকে ৩০০ বস্তা চাউল নিয়ে আসে। পরে রাতে চাউলের বস্তাগুলো ভটভটি,ট্রলি,ভ্যান দিয়ে নামিয়ে বিভিন্ন দোকানে বাড়িতে নিয়ে যায়।স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে থানা পুলিশে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য উজ্জল হোসেনের দোকান ঘর ও ট্রাক চালক ইকবাল হোসনের বাড়ি থেকে ২১২ বস্তা চাউল ও একটি ট্রাক আটক করে। আজ সকালে পীরগাছা বাজার থেকে স্থানীয়দের জীম্মায় থাকা ট্রাকটি জোর করে চালক ইকবাল হোসেন ট্রাক নিয়ে পালিয়ে যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দিনাজপুর থেকে আনা চাউলগুলো কোন মোকামের কোথায় যাচ্ছিল এখন পযন্ত কিছুই জানা যায়নি। তবে যাবতীয় কাগজপত্র নিয়ে ট্রাক চালক ইকবাল হোসেনকে থানায় হাজির হতে বলা হয়েছে। ওসি আরোও জানান, ট্রাকের চালানপত্র ও কাগজপত্র না দেখা পযন্ত চাউলগুলো চোরাই কীনা বলা যাচ্ছে না।এঘটনায় ট্রাক থেকে চাউলের বস্তা নামানোর সময় ওয়াহেদ ও আপাল নামের দু'জন ভটভটি চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার