ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সংগঠক মিঠুন চাকমাসহ নেতাকর্মী হত্যাকারীদের গ্রেফতার ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ইউপিডিএফের উদ্যোগে সোমবার জেলা শহরের স্বণির্ভর এলাকায় সংগঠনটির কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা। তিনি বলেন, মিঠুন চাকমা হত্যার ৫দিন অতিবাহিত হলেও প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এই হত্যাকান্ডের জন্য ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক’ কে দায়ী করে তিনি বলেন, মিঠুন চাকমা ছাড়াও ৫ডিসেম্বর রাঙ্গামাটির বেতছড়িতে সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা এবং ১৬ডিসেম্বর বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ সংগঠক অনিল বিকাশ চাকমাকে হত্যার সাথেও তাঁরা জড়িত। এদিকে মিঠুন চাকমার লাশ নিয়ে প্রশাসনের আচরণ, অবরোধে বাধা প্রদানের তীব্র প্রতিবাদ জানান তিনি।
প্রেস ব্রিফিং থেকে নেতাকর্মীদের খুনের ঘটনায় নতুন কর্মসূচী ঘোষণা করা হয়। এতে রয়েছে আগামী ৯ জানুয়ারি খাগড়াছড়ির ৮উপজেলায় বিক্ষোভ, ১১ ও ১৪ জানুয়ারি খাগড়াছড়িতে বিক্ষোভ, স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন, ১৭ জানুয়ারি রাঙ্গামাটি ও বান্দরবানে সংহতি সমাবেশ, ১৯ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ এবং ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাতিলসহ ৮দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন।
প্রেস ব্র্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান