মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ ছাড়া মাদকবিরোধী প্রচারণা মাস জানুয়ারি-২০১৮ এর শুভ উদ্বোধন উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী মাদকদ্রব্য সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জীবনধারা, জাগরণ ফাউন্ডেশন ও কমেডি ক্লাবের প্রতিনিধিগণ, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ। নোয়াখালী জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে কেক কেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং মানববন্ধন ও বেলুন উড়িয়ে মাদক বিরোধী প্রচার-প্রচারণার মাস জানুয়ারি-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার