আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়াসহ শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন করেছে। আর বিএনপি জোট ক্ষমতায় গিয়ে মোংলা বন্দর ও খুলনা শিল্পাঞ্চলকে হত্যা করেছিল। বর্তমান সরকার এসব শিল্পাঞ্চলে নতুন করে প্রাণের স্পন্দন সৃষ্টি করেছেন।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল আরও বলেন, যে জাতির যতো মেধাবী সন্তান রয়েছে- সেই জাতি সব ক্ষেত্রে তত এগিয়ে গেছে। তাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবার জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের আরও বেশী মনোনিবেশ করতে হবে। এ লক্ষ্যে সরকার সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করেছে।
শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বপন দাশ, মিসেস রুপা চৌধুরী, শেখ হেলাল উদ্দিনের পুত্র সারহান নাসের তন্ময়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ শাহনাজ পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে ফকিরহাটে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি উর্ত্তীর্ণ মেধাবী ও দরিদ্র ৫২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতারণ করা হয়েছে।
এদিন বিকেলে এমপি হেলাল ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন। এখন থেকে ওই ক্যাম্পাসে শিক্ষক, ছাত্রীরা কার্ড পাঞ্চ করে তাদের উপস্থিতি নিশ্চিত করবেন।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম