ঘন কুয়াশায় রাত ২ টা থেকে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মাঝ নদীতে আটকা পড়ে অন্তত ৭ টি ফেরি। কনকনে তীব্র শীতে কয়েক হাজার যাত্রী ও ট্রাক শ্রমিকরা চরম দুর্ভোগে পড়ে।
বিআইডব্লিটিসি কাঁঠালবাড়ী ফেরি ঘাট সূত্র জানায়, শিমুলিয়া- কাঠালবাড়ি নৌরুটে শুক্রবার রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার প্রকোপ বাড়তে থাকে। অস্পষ্ট হয়ে উঠে নৌ চলাচলের দিক নির্দেশনামূলক বাতি। মার্কিং অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে রাত ২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় শতাধিক পরিবহন ও সহস্রাধিক যাত্রীসহ মাঝ পদ্মায় ৭ টি ফেরিসহ উভয় ঘাটে সকল ফেরি নোঙ্গর করে রাখা হয়। এতে ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন আটকে পড়ে।
বিআইডব্লিটিসি কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন