খুলনা বিভাগীয় সদরসহ ১০ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ছেলেমেয়েদের নিয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩৩টি ইভেন্টে মোট ২৯৭ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছে। খুলনা বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা যৌথভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।
শনিবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে ৩০তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। তিনি বলেন, ক্রীড়া শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদেরকে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সমন্বয়ের শিক্ষা দেয়। ক্রীড়াকে কেবল প্রতিযোগিতা হিসেবে দেখলে চলবে না, ক্রীড়াঙ্গনের শিক্ষাকে বাস্তব জীবনে চর্চা করতে হবে।
বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুল ইসলাম, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাহবুব হাকিম এবং অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/হিমেল