কুমিল্লা সদর উপজেলার বানাশুয়ায় ডেমো ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর বন্ধ থাকা ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ এখন স্বাভাবিক হয়েছে। আজ দুপুর তিনটা থেকে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শনিবার সকাল পৌণে ৯ টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/হিমেল