টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসারে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিছ ইয়াবা ও ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন অফিসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ জাফর ইমাম সজীব।
তিনি জানান, গভীর রাতে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে সর্ঙ্গীয় কোস্টগার্ড টহল দলের সদস্যদের নিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসারে অবস্থান নেয়। কোস্টগার্ড টহলদল একটি ইঞ্জিন নৌকা দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তাদের ধাওয়া করলে ইঞ্জিন নৌকাটি সেন্টমার্টিন সাগরে ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়।
তখন কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন নৌকাটি জব্দ করে। নৌকায় থাকা পলিথিন মোড়ানো ৫টি বস্তা হতে গুণে ৪ লাখ ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা জিডি করে টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর