ফরিদপুর র্যাবের অভিযানে আজ বেলা দেড়টার দিকে জেলার বোয়ালমারী উপজেলা থেকে আকরাম মোল্যা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে। র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাধবপুর গ্রামের মৃত বাকী মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী আকরাম মোল্যাকে আটক করা হয়।
আটককৃত আকরাম মোল্যার হেফাজতে থাকা ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার