নাইটগার্ড ও ১০টি সিসি ক্যামেরা থাকার পরও ঝিনাইদহ পৌরসভায় রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। একজন চোর এক এক করে ৭টি ঘরের তালা ভেঙ্গে ২ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।
খবর পেয়ে শনিবার ভোরে পৌরসভার সচিব আজমল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান পৌর ভবনে এসে দেখতে পান অফিসের ৭টি কক্ষ তছনছ করা।
সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় শুক্রবার রাত ২টা ৫ মিনিটে মুখোশ পরিহিত একজন চোর ঝিনাইদহ পৌরসভায় প্রবেশ করে। এ সময় চোরটি পৌরসভার ৭টি কক্ষের তালা ভেঙ্গে ড্রয়ারে রক্ষিত নগদ দুই লাখ ৯৪ হাজার টাকা নিয়ে যায়।
ঝিনাইদহ পৌরসভার সচিব আজমল হোসেন জানান, চুরি হওয়া টাকার মধ্যে কিছু কর্মচারীদের ব্যক্তিগত ও বাকী টাকা পৌরসভার বিভিন্ন ফান্ডের। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানান সচিব আজমল হোসেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ এমদাদুল হক জানান,বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। তবে মনে হচ্ছে বিষয়টি রহস্যজনক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর