হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে হাওরে ভূমি বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এই ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের বাসিন্দা মুড়িয়াউক ইউনিয়নের শাহাব উদ্দিন ও নোমান মিয়ার মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩০ রাউন্ড শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বিকেল ৩টার দিকে আহতদের মধ্যে ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত আটজনকে আটক করে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আটজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/আরাফাত