ময়মনসিংহের ফুলপুর উন্নয়ন মেলার মঞ্চ কাঁপাতে প্রখ্যাত কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি এখন ফুলপুরে। দুপুরেই তিনি ফুলপুর চলে এসেছেন। আছেন সংস্কৃতিমনা ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর মেহমানখানায়। আজ সন্ধ্যায় উন্নয়ন মেলা মঞ্চে আব্দুল কদ্দুছ বয়াতী গান পরিবেশন করবেন।
মঞ্চে প্রধান অতিথি হিসেবে এমপি শরীফ আহমেদ, ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র হুমায়ুন কবির মিলন প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কুদ্দুস বয়াতির আগমন বার্তা ছড়িয়ে পড়ায় সঙ্গীত পিপাসু উৎসুক জনতা বিকাল থেকেই এসে উন্নয়ন মেলা মঞ্চের পাশে জায়গা দখলে প্রতিযোগিতায় নেমেছে। সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হবে। স্থানীয় শিশু শিল্পীরাও এতে অংশ নিবে।
ধারণা করা হচ্ছে, অত্যন্ত জমকালো পরিবেশের অবতারণা হবে উন্নয়ন মেলা প্রাঙ্গণে। সঙ্গীত পিপাসুদের ঢল কিভাবে সামাল দিবেন জানতে চাইলে ওসি একেএম মাহবুব আলম জানান, দর্শক শ্রোতাদের পূর্ণ নিরাপত্তা বিধানে তৎপর রয়েছে পুলিশ। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী আব্দুল কদ্দুছ বয়াতীর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার