কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়ায় বালুবাহী ট্রাক ও ডেমু ট্রেনের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। উদ্ধারকারী রিলিফ ট্রেনের মাধ্যমে দীর্ঘ ৬ ঘন্টা পর আজ বিকেল ৩ টায় চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলের পাশের গোমতী কফি হাউজের স্বত্বাধিকারী আবদুল হান্নান জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা কুমিল্লা অভিমুখী ডেমু ট্রেনটি সকাল সাড়ে ৯ টায় গোমতী নদীর রেল ব্রিজের উত্তরপাশের লেভেল ক্রসিং পার হতে যাচ্ছিল তখনই রেলের ডাবল লাইন তৈরি করার কাজে নিয়োজিত ম্যাক্স গ্রুপের একটি বালুবাহী ট্রাক অবৈধ রেলক্রসিং দিয়ে রেল লাইনে উঠে পড়ে। রেললাইনে উঠে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে ট্রাকটি থেমে যায়। এতে ট্রাক ও রেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে রেল লাইনের উপর থেকে বালুবাহী ট্রাকটিকে দুমড়ে মুচড়ে সামনে গিয়ে ডেমু ট্রেনটিও রেললাইনের পাশে দাঁড়িয়ে যায়। ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায়। বেলা ১১ টায় ঘটনাস্থলে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ও রেলওয়ের লোকজন এসে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আটকা পড়েছিল।
কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, সকাল সাড়ে ৯ টায় দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে উদ্ধাকারী রিলিফ ট্রেন ও রেলওয়ের লোকজনের দীর্ঘ ৬ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লার রেল স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, আখাউড়া থেকে কুমিল্লা অভিমুখী যাত্রীবাহী ডেমু ট্রেনটি গোমতী ব্রিজ সংলগ্ন স্থানে দুর্ঘটনায় পড়ে। ট্রাক চালকের অসর্তকতায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার