শিরোনাম
- যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘চূড়ান্ত পর্যায়ে’
- শ্রম সংস্কার ব্যাপক বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : প্রধান উপদেষ্টা
- রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- বিদেশি পণ্যে ‘বাজার সয়লাব’ থাকায় আরও কিছু পণ্যে শুল্ক বসালেন ট্রাম্প
- ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করবে না : পেজেশকিয়ান
- বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
- এভারেস্টজয়ী বাবর আলীসহ আরও এক বাংলাদেশির মানাসলু জয়
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
- পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- ১২ দিনের ছুটিতে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাথমিক ৯ দিনের
- ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: জাতিসংঘে মাহমুদ আব্বাস
- ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
- মার্কিন ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন
- দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- ভেবেছিলাম আমরা ১৫ রান কম করেছি : পাকিস্তান অধিনায়ক
- ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
- শাবিপ্রবির তিন হলের নতুন নামকরণ
- যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
- যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
- বাংলাদেশের বিদায়, ভারত–পাকিস্তানের ফাইনাল
সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার অবৈধ মেলায় জুয়ার আসর, মাদক বিক্রি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
অনলাইন ভার্সন

সিদ্ধিরগঞ্জের শিমরাইলের তাজ জুট মিল এলাকায় অবৈধভাবে ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করেছেন। নজরুল ইসলামও মেলার অনুমতি নেই বলে অকপটে স্বীকার করে জানান, এখানে ছোট ভাইয়েরা শিশু মেলার আয়োজন করেছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলা বসানোর কোন অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা বন্ধ করে দিয়েছে। আবারও বসলে মেলা ভেঙ্গে দেয়া হবে। তবে এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ মেলা বন্ধ করে দিলেও আজ শনিবারও বলপূর্বক এ মেলা চালিয়েছে আয়োজকরা। অবৈধ এ মেলার কারণে ব্যাহত হচ্ছে আগামী মাসের (ফেব্রুয়ারি) ১ তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লেখা-পড়া। এতে করে চিন্তিত অভিভাকরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার থেকে শীতকালীন আনন্দ মেলার নামে শিমরাইল তাজ জুট মিল এলাকায় ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ বহিরাগতদের আনাগোনা বেড়েছে। স্থানীয়রা মেলায় অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন। মেলাটি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও তার সহযোগীরা শীতকালীন আনন্দ মেলা’র নামে অবৈধ মেলাটি আয়োজন করেন। মেলায় বিভিন্ন দোকানের শতাধিক স্টল বসানো হয়েছে এবং গেট সাঁটানো হয়েছে। রাতের বেলা আলোকসজ্জা করা হয়েছে। দোকানিরা মেলায় তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডস বসানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেলায় রাতে বসে জুয়া ও মাদকের আসর। মেলাকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে।
মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মুঠোফোনে জানান, বুধবার থেকে ১০ দিনব্যাপী এই মেলা বসানো হয়েছে। এলাকার ছোট ভাইয়েরা শিশু মেলার আয়োজন করেছে। আমি শুধু কোম্পানীর কাছ থেকে মেলার জায়গার অনুমতি নিয়ে দিয়েছে। তবে তিনি মেলার প্রশাসনিক কোন অনুমতি নেই বলে অকপটে স্বীকার করেন। অবশ্য এলাকাবাসী দাবি, দ্রুত এ অবৈধ মেলাটি বন্ধ করে দেয়া হোক। মেলাটি চালু থাকলে এলাকায় যুব সমাজ ও কোমলমতি শিশুরা ক্ষতির সম্মুখীন হতে পারে। নজরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় মেলা আয়োজনের কেউ বিরোধিতা করতে পারেনি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলা বসানোর কোন অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা ভেঙ্গে দেয়া হয়েছে। তবে আবারও বসলে মেলা ভেঙ্গে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর