শিরোনাম
- ‘যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে’
- কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই : বিসিবি সভাপতি
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার অবৈধ মেলায় জুয়ার আসর, মাদক বিক্রি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
অনলাইন ভার্সন

সিদ্ধিরগঞ্জের শিমরাইলের তাজ জুট মিল এলাকায় অবৈধভাবে ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করেছেন। নজরুল ইসলামও মেলার অনুমতি নেই বলে অকপটে স্বীকার করে জানান, এখানে ছোট ভাইয়েরা শিশু মেলার আয়োজন করেছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলা বসানোর কোন অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা বন্ধ করে দিয়েছে। আবারও বসলে মেলা ভেঙ্গে দেয়া হবে। তবে এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ মেলা বন্ধ করে দিলেও আজ শনিবারও বলপূর্বক এ মেলা চালিয়েছে আয়োজকরা। অবৈধ এ মেলার কারণে ব্যাহত হচ্ছে আগামী মাসের (ফেব্রুয়ারি) ১ তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লেখা-পড়া। এতে করে চিন্তিত অভিভাকরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার থেকে শীতকালীন আনন্দ মেলার নামে শিমরাইল তাজ জুট মিল এলাকায় ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ বহিরাগতদের আনাগোনা বেড়েছে। স্থানীয়রা মেলায় অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন। মেলাটি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও তার সহযোগীরা শীতকালীন আনন্দ মেলা’র নামে অবৈধ মেলাটি আয়োজন করেন। মেলায় বিভিন্ন দোকানের শতাধিক স্টল বসানো হয়েছে এবং গেট সাঁটানো হয়েছে। রাতের বেলা আলোকসজ্জা করা হয়েছে। দোকানিরা মেলায় তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডস বসানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেলায় রাতে বসে জুয়া ও মাদকের আসর। মেলাকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে।
মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মুঠোফোনে জানান, বুধবার থেকে ১০ দিনব্যাপী এই মেলা বসানো হয়েছে। এলাকার ছোট ভাইয়েরা শিশু মেলার আয়োজন করেছে। আমি শুধু কোম্পানীর কাছ থেকে মেলার জায়গার অনুমতি নিয়ে দিয়েছে। তবে তিনি মেলার প্রশাসনিক কোন অনুমতি নেই বলে অকপটে স্বীকার করেন। অবশ্য এলাকাবাসী দাবি, দ্রুত এ অবৈধ মেলাটি বন্ধ করে দেয়া হোক। মেলাটি চালু থাকলে এলাকায় যুব সমাজ ও কোমলমতি শিশুরা ক্ষতির সম্মুখীন হতে পারে। নজরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় মেলা আয়োজনের কেউ বিরোধিতা করতে পারেনি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলা বসানোর কোন অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা ভেঙ্গে দেয়া হয়েছে। তবে আবারও বসলে মেলা ভেঙ্গে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর