স্বামীর মৃত্যু সংবাদ শুনে স্ত্রী ফুলবানুও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ হৃদয় বিদারক ঘটনাাটি ঘটেছে দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়নের ছান্দ্রা গ্রামে। আজ পরপর জানাজা দিয়ে দুই জনকে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার ছান্দ্রা গ্রামের আবদুর রব (৬৫) স্ট্রোক করলে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আবদুর রব শুক্রবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। ফুলবানু(৫৫) স্বামীর মৃত্যুর খবর শুনে প্রথমে অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ তার জ্ঞান না ফিরে আসলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফুলবানুকে মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর খবর শুনে শোকে স্ত্রীও মৃত্যু হওয়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের দুই জনের লাশ এলাকায় নিয়ে আসলে শতশত লোক ভীড় জামায়। তাদের এক ছেলে চার মেয়ে।
নিহতদের মেয়ে হেলেনা আক্তার বলেন, জীবিত অবস্থায় তাদের আন্তরিক সম্পর্ক ছিল, চলেও গেলেন এক সাথে। আমাদেরকে ছায়া দেবার মত আর কেউ রইল না।
স্থানীয় ইউপি মেম্বার মো. রুহুল আমিন বলেন, আবদুর রব চাচা স্ট্রোক করায় ঢাকা নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে খবর শুনে চাচীরও মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার