গাইবান্ধায় গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক সেই নারী মাদক বিক্রেতার নাম শান্তি বেওয়া (৪৫)। আটক শান্তি বেওয়ার দেওয়ানগঞ্জ উপজেলার বাবাহাদুরাবাদ গ্রামের মৃত সাগর মিয়ার স্ত্রী।
শনিবার (১৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে শহরের পূর্বপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের সামনে গাইবান্ধা-বালাসীঘাট সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, শান্তি বেওয়া জামালপুর থেকে নৌকা যোগে গাইবান্ধায় গাঁজা সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। আটক সেই নারীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর