মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক পণ্যবাহী পরিবহন ও অর্ধশত নৈশ
শনিবার দিবাগত রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে ওই নৌপথে লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ জানান,‘কুয়াশায় চলতে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এজন্য সাময়িক সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান,‘ঘন কুয়াশার কারণে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাট এলাকায় কিছুটা যানজট রয়েছে। কুয়াশা কেটে গেলে আবার স্বাভাবিক হবে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর