মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার দিনগত রাত ৩টা থেকে ওই নৌপথে লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, সকাল ৯টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হলেও স্পিডবোট চলাচল ব্যাহত আছে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ