বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড়ের গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীদের বিভিন্ন সংগঠন।
রবিবার একাধিক বিবৃতিতে এসব সংগঠনের নেতারা গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক সফিকুল আলম সংগঠনের পক্ষ থেকে বলেন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ না জানিয়ে সরাসরি মামলা করা হয়েছে। গণমাধ্যম আইনে এটি অযৌক্তিক। গ্রেফতারি পরোয়ানা জারি অত্যন্ত দুঃখজনক।
পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান ও সাধারণ সম্পাদক শাহাজালাল তাদের বিবৃতিতে বলেন, নঈম নিজাম এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে, তেঁতুলিয়া প্রেসক্লাব, দেবীগঞ্জ প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব এবং বোদা প্রেসক্লাব।
এছাড়া কয়েকটি সাংস্কৃতিক সংগঠনও একই দাবি তুলেছে। পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কারিগর, তেঁতুলিয়া নাট্যগোষ্ঠী, পঞ্চগড় নাট্য সমিতির নেতৃবৃন্দ নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন