দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জয়নগর শর্মিলা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২শ' বোতল ফেনসিডিলসহ মো. এনামুল হক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা। আজ সকাল সাড়ে ১০টায় র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
এনামুল জেলার বিরামপুর উপজেলার দাউদপুর চন্ডীপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক এনামুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২শ’ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল