কুষ্টিয়া সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শামীম (২৩) ও সোহান (১৯)।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ