শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনের আগে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক কর্মচারীরা। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাসেদের সভাপতিত্বে তেঁতুলিয়া চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জাতীয়করণ সংগ্রাম কমিটির সদস্য সোহরাব আলী, সাবেক সভাপতি আনোয়ারুল হক, শিক্ষক আবু জাফর প্রমুখ ।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল