রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী গঙ্গা প্রসাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী স্টেশন ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি গঙ্গা প্রসাদপুর এলাকায় পৌঁছালে ওই নারী রেল লাইন পার হতে যান। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাজবাড়ী রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় কুমার দত্ত বাদী হয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল