কক্সবাজার জেলা কারাগারে লামং রাখাইন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ ভোরে তিনি মারা যান।
লামং শহরের পশ্চিম মাছ বাজারের মৃত মংলা সিংয়ের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত বুধবার (১০ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
কক্সবাজারের জেল সুপার বজলুর রশিদ আকন্দ জানান, হাজতি লামং রাখাইন একজন মাদকসেবী ছিল। কারাগারে বন্দী থাকাবস্থায় মাদক সেবন করতে না পেরে তার মানসিক ভারসাম্য হারায়। ভোরে তার মৃত্যু হয়। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/হিমেল