মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জে বেসরকারি সংস্থা পপি এলনা প্রকল্পের ২০১৮ সালের সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে পপি পার্ট প্রশিক্ষণ মিলনায়তনে অক্সফামের সহায়তায় সাদ বাংলাদেশ এর উদ্যোগে দুদিন ব্যাপী কর্ম পরিকল্পনা সভা আজ বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে।
সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি লিপন রায় লিপু। সভায় চলতি বছরের গৃহিত কর্ম পরিকল্পনা অক্টোবর মাসে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে তা স্থায়িত্বশীল করার জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে আরেকটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হবে।
সভায় পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন, অক্সফামের মানবিক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী শামনাজ আহমেদ, পপির টেকনিক্যাল সমন্বয়কারী এমদাদুল হক, বিভিন্ন বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক, লিড অ্যাক্টর, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন