কুষ্টিয়ার মিরপুরে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম মাসুদ ফকির, বয়স ৪৫ বছর। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাদের দাবি মাসুদ একজন ইয়াবার ডিলার।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
আটক মাসুদ ওই এলাকার মৃত আহসান উল্লাহ ফকিরের ছেলে।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ