কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াকুব আলী, বয়স ৪৫ বছর। এ সময় হুড়োহুড়িতে আরও কয়েকজন রোহিঙ্গা শরণার্থী আহত হয়েছেন। শুক্রবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ভোরের দিকে দু’টি বন্যহাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালালে ইয়াকুব আলী নামে এক রোহিঙ্গা শরণার্থী ঘটনাস্থলেই মারা যান।
বন্যহাতির আক্রমণে ওই ক্যাম্পের প্রায় ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহত ইয়াকুব আলী মৃত আলী আহমদের ছেলে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ