কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইউসুফ নামে এক মাঝি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে থাইংখালী তানজিমার খোলা এলাকায় এক দল দুর্বৃত্ত মাঝি ইউসুফের মাথায় গুলি করে পালিয়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/আরাফাত