সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকা থেকে জুয়া খেলার সামগ্রীসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের কাছ থেকে নগদ টাকাও জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দক্ষিণ সুরমার আব্দিতপুরের মোবাশ্বির আলীর ছেলে লেবু মিয়া (২৯), ওসমানীনগর উপজেলার তাজপুরের আহমদ আলীর ছেলে নাঈম হোসেন (২৪) ও দক্ষিণ সুরমার আদিত্তপুরের মকলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব জানান, আটকদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১০৫০ টাকা জব্দ করা হয়েছে। তাদের সাথে থাকা আরও ২-৩ জন জুয়াড়ি পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/আরাফাত