হবিগঞ্জের চুনরারুঘাট উপজেলার মহদিরকোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ছেরাগ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ছেরাগ আলী মহদিরকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলী।
পুলিশ জানায়- ছেরাগ আলীর সঙ্গে তার বোন নুরুন্নাহার এর দীর্ঘদিন যাবত তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে প্রতিদিনের ন্যায় ছেরাগ আলী জমিতে কাজ করতে যায়। এসময় তার বোন জামাই আবুল কাশেম ও তার ছেলে তৈয়ব আলীসহ বেশ কয়েকজন ছেরাগ আলীকে উপর্যপূরি কুপিয়ে ক্ষত বিক্ষত করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নূরে আলম জানান- জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে। পুলিশ হত্যাকান্ডের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। দোষীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম