ভারতের উত্তরাখণ্ডের ধারালির মতো এ বার জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়কা বান আঘাত হেনেছে। বৃহস্পতিবার দুপুরে চাসোতি গ্রামের কাছে মচৈল মাতা মন্দিরের কাছে মেঘভাঙা বৃষ্টি হয়। তার জেরে যে হড়কা বানের সৃষ্টি হয়েছে, তাতে অনেকে আটকে পড়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চসোতি গ্রাম থেকে শুরু হয় ‘মচৈল মাতা যাত্রা’। সেই উপলক্ষে অনেক পুণ্যার্থী জড়ো হয়েছিলেন ওই গ্রামে। তাঁবু খাটিয়ে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। হড়কা বানে সেই সব তাঁবু ভেসে গিয়েছে। ফলে অনেকের নিখোঁজ হয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
কিশ্তওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন, চাসোতি গ্রামে হড়পা বান নেমে এসেছে। এই গ্রাম থেকে ‘মচৈল মাতা যাত্রা’ শুরু হয়। ঘটনার পর পরই উদ্ধারকারী দল ওই গ্রামে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।
স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা জানিয়েছেন, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্থা পুলিশ, সেনা এবং বিপর্যয় মোকাবিলা দলগুলিকে দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন।
গত ৫ অগস্ট উত্তরাখণ্ডের উত্তরাকাশীর ধরালী এবং হর্ষিল গ্রামে নেমে এসেছিল হড়কা বান। সেই প্রাকৃতিক দুর্যোগের জেরে ধরালীর বেশির ভাগ অংশ পাথর, কাদার নীচে চাপা পড়ে গিয়েছে। উত্তরাখণ্ডের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল