ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বল হাতে অনবদ্য ছিলেন মোহাম্মদ সিরাজ। পাঁচ টেস্টে মোট ২৩ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেট শিকারি হন এই ডানহাতি পেসার। শেষ টেস্টে ভারতের ৬ রানের জয়ের পেছনেও মূল ভূমিকা ছিল সিরাজের। ওভালের দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। তার এমন ধারাবাহিক বোলিংয়ে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
এক অনুষ্ঠানে সিরাজের শারীরিক সক্ষমতার পেছনে হায়দরাবাদের ঐতিহ্যবাহী খাবারের অবদানের কথা উল্লেখ করেন আজহারউদ্দিন।
তিনি বলেন, সিরাজ অসাধারণ খেলেছে। নাল্লি, গোশত, বিরিয়ানি আর পায়ার জন্যই সে একটি শক্তিশালী শরীর... বিশেষ করে তার পায়ের পেশি তৈরি করতে পেরেছে। প্রচুর উদ্যম ও শক্তি দেখিয়েছে।
হায়দরাবাদে সৈয়দ কিরমানির আত্মজীবনী স্টাম্পড- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আজহারউদ্দিন। সেখানে উপস্থিত ছিলেন সিরাজ নিজেও। দুজনই হায়দরাবাদের প্রতিনিধি হিসেবে ভারতের হয়ে খেলেছেন।
সিরিজের শেষ দিনে ভারতের জয় এসেছে শেষ ওভারে সিরাজের ইয়র্কার দিয়ে ইংল্যান্ডের শেষ ব্যাটার অ্যাটকিনসনকে বোল্ড করার মধ্য দিয়ে। সেই ডেলিভারিটিকে বিশেষভাবে উল্লেখ করেছেন আজহারউদ্দিন।
তিনি বলেন, সিরাজের শেষ ডেলিভারিটি ফিটনেস এবং শক্তির প্রতি এক দারুণ শ্রদ্ধাঞ্জলি, যা তাকে একজন সুপারস্টারে পরিণত করেছে। ওভালের সেই স্পেলটি ছিল অবিশ্বাস্য। জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল।
বিডি প্রতিদিন/কেএ