কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ বশির আহম্মেদ (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বশির ওই গ্রামের রহমত উল্লাহর ছেলে।
র্যাব-১৪ এর উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে বশিরকে আটক করা হয়। এসময় তার তার শরীর তল্লাশি করে ৩৮৫ পিস ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান