সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলারোয়া উপজেলার খোদ্দ ইউনিয়নের তিতলা চারাবটতলা নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৪ বছর।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, স্থানীয়দের দেওয়া ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যেয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। তার মাথায় গুলিবিদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তার তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন/ওয়াসিফ